Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়,মু্ক্তাগাছা,ময়মনসিংহ এর

সিটিজেন চার্টার

 

১। অভ্যন্তরীণভাবে বিভিন্ন মৌসমে ইরি বোরো, আমন চাল সংগ্রহ।

২। খোলা বাজারে চাল বিক্রয়।

৩। ইউনিয়ন পর্যায়ে ২৩১২ জন হত দরিদ্রের মাঝে সুলভ মূল্যে চাল ও গম বিতরণ।

৪। চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মাঝে সুলভ মূল্যে চাল ও গম বিতরণ।

৫। খুচরা ধান, চাল, গম, আটা, তেল ও চিনি ব্যবসায়ীদের মাঝে Food Grain লাইসেন্স প্রদান ও পাক্ষিক ভিত্তিতে রিটার্ণ আদায় সহ ব্যবসায়ী কার্যক্রম মনিটরিং করা।

৬। ইপি  খাতে চাল বিতরণ।

৭। বিভিন্ন প্রকল্প যেমনঃ কাবিখা/টি.আর/ভিজিএফ/ভিজিডি/জি.আর ইত্যাদি খাতে সরকারী বরাদ্ধ প্রাপ্ত ছাড়কৃত পণ্যের ডি.ও প্রদান।